আইফোন সিরিজের নতুন ফোন আইফোন ১৬ বাজারে আসার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। নতুন সিরিজের এই ফোনটি নিয়ে আইফোনপ্রেমীদের নানা আলোচনা-সমালোচনার মাঝেই এবার জানা গেল আইফোন ১৫-এর দাম কমেছে।
আইফোন ১৫ সিরিজের প্রো ও প্লাস এই মডেল দুটি। কেননা ভারতের জনপ্রিয় ই-কমার্স মার্কেটপ্লেস ফ্লিপকার্ট আইফোন ১৫ প্রো ও প্লাস মডেলে দিচ্ছে বড় অঙ্কের মূল্যছাড়সহ বিভিন্ন অফার।
ফ্লিপকার্টের ‘দীপাবলি সেল’ শুরু হয়েছে (১০ অক্টোবর) থেকে। প্ল্যাটফর্মটির এই সেল উৎসবের অংশ হিসেবেই আইফোনের প্রো ও প্লাস মডেল দুটিতে মিলছে বিশেষ এই মূল্যছাড়।
আইফোন ১৫ প্লাস মডেলে মূল্যছাড়ের অফার
গত বছর বাজারে আসার পর আইফোন ১৫ প্লাসের দাম ছিল ভারতীয় মুদ্রায় ৮৯ হাজার ৯০০ রুপি। গত মাসে আইফোন ১৬ সিরিজ উন্মোচনের পর ১৫ প্লাসের দাম স্থায়ীভাবে ১০ হাজার রুপি কমিয়ে আনা হয় ৭৯ হাজার ৯০০ রুপিতে। বর্তমানে ‘দীপাবলি সেল’ উপলক্ষে ফ্লিপকার্ট ১৮ শতাংশ মূল্যছাড় দিয়ে ফোনটি অফার করছে ৬৪ হাজার ৯৯৯ রুপিতে।
অবশ্য আকর্ষণীয় অফারের এখানেই শেষ নয়। বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারে মিলছে অতিরিক্ত মূল্যছাড়। এই যেমন স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই) এর ক্রেডিট কার্ড ব্যবহার করলে গ্রাহকরা সাথে সাথেই পেয়ে যাবেন ১০ শতাংশ অতিরিক্ত মূল্যছাড়। আবার অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য রয়েছে ৫ শতাংশ ক্যাশব্যাকের সুযোগ। এছাড়া আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ডে মিলছে তাৎক্ষণিক ৪ হাজার টাকার মূল্যছাড়।
পুরাতন আইফোন এক্সচেঞ্জ করে যারা আইফোন ১৫ প্লাস নিতে ইচ্ছুক তারা নির্দিষ্ট ফোনে ৩৮ হাজার ৫০ রুপি পর্যন্ত মূল্যছাড় পেতে পারেন। শুধু তাই নয় এক্সচেঞ্জের ক্ষেত্রে নির্দিষ্ট কয়েকটি মডেলে ২ হাজার রুপি অতিরিক্ত ছাড়েরও সুযোগ থাকছে গ্রাহকদের জন্য।
আইফোন ১৫ প্রো মডেলে মূল্যছাড়ের অফার
আইফোন ১৫ প্রো মডেলের বিভিন্ন ভার্সনেও মিলছে ৪ শতাংশ থেকে ২২ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। ১৫ প্রো মডেলের ২৫৬জিবি ভার্সনটি ৪ শতাংশ ছাড়ে ১ লাখ ১৩ হাজার ৯৯৯ রুপিতে পাওয়া যাচ্ছে। ৫১২জিবি ভার্সনে পাওয়া যাচ্ছে ১৭ শতাংশ মূল্যছাড়,ফলে এর দাম এখন ১ লাখ ১৫ হাজার ৯৯৯ রুপি। আইফোন ১৫ প্রো-এর ১টিবি ভার্সন ২২ শতাংশ ছাড়ে ১ লাখ ২৩ হাজার ৯৯৯ রুপিতে অফার করছে ফ্লিপকার্ট। এছাড়া বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারে অতিরিক্ত মূল্যছাড়ও পাওয়া যাবে, যেমনটা ১৫ প্লাস মডেলে পাওয়া যাচ্ছে।
প্রসঙ্গত, আইফোন ১৫ সিরিজের প্রো ও প্লাস মডেল দুটির ব্যবহারকারীরা অ্যাপলের এআই প্ল্যাটফর্ম ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ অ্যাক্সেস করতে পারবেন। ফলে অ্যাপলের নিত্যনতুন এআই ফিচারগুলোও ব্যবহার করতে পারবেন তারা ।
ক্যাটাগরি :
তথ্য প্রযুক্তি